বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ দুর্ঘটনা এড়াতে অবশেষে ডিভিসি মোড়ে জাতীয় সড়কের নিচে বন্ধ আন্ডারপাস চালু করার সিদ্ধান্ত নিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। গত দু’দিন ধরে আন্ডারপাসে যাতায়াতের রাস্তা মেশিন দিয়ে পরিস্কার করে মাটি কাটা হচ্ছিল। শনিবার বিকেলে মাটি কাটার সময় মেশিনের বাকেটের চাপে বিদ্যুতের কেবিল কেটে যায়। ফলে আন্ডারপাসের কাজ সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। কেবিল কাটার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসেন এসইডিসিএলের আধিকারিকরা ও নিউ টাউনশিপ থানার পুলিশ। ঘটনাস্থল পর্যবেক্ষন করার পর এসইডিসিএলের আধিকারিক জানান বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে।