সার্থক কুমার দে,অন্ডালঃ বুধবার সকালে কর্মস্থলে কুয়ো থেকে উদ্ধার হল এক ইসিএল কর্মীর মৃতদেহ (৩২)। দু’দিন নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার সকালে ইসিএল এর কেন্দা এরিয়া স্টোর অফিস চত্বরে থাকা কুয়ো থেকে উদ্ধার হল বীরঞ্জনে ইউলু নামে এক ব্যক্তির মৃতদেহ। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বীরঞ্জনে বাবু কেন্দা এরিয়া স্টোরে কর্মরত ছিলেন। থাকতেন সংস্থার কেন্দা এরিয়া কমপ্লেক্স স্টাফ আবাসনে। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার বনবহাল পুলিশ ফাঁড়িতে তার নিখোঁজ ডায়েরি করা হয়। এদিন সকালে কেন্দা এরিয়া স্টোর অফিস চত্বরে একটি কুয়োর মধ্যে পড়ে থাকতে দেখা যায় এক ব্যক্তির মৃতদেহ। খবর দেওয়া হয় বনবহাল পুলিশ ফাঁড়িতে। সকাল ন’টা নাগাদ কুয়ো থেকে দেহটি তোলা হয়। দেহটি বীরঞ্জনে বাবুর বলে সনাক্ত করেন তার সহকর্মীরা। ময়না তদন্তের জন্য দেহটি নিয়ে যায় পুলিশ। মৃত ব্যক্তি সংস্থার আবাসনে একাই থাকতেন। পরিবার থাকে অন্ধ্রপ্রদেশে। মৃত্যুর খবর তার পরিবারকে জানানো হয়েছে বলে সংস্থার এক আধিকারিক জানান। অফিস চত্বরের ভেতর কুয়ো থেকে কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। আত্মহত্যা নাকি অন্য কারণে বীরঞ্জনে বাবুর মৃত্যু হয়েছে সেই নিয়ে তৈরি হয়েছে রহস্য। ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে এক পুলিশ আধিকারিক জানান।