সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ কয়লা পাচার রুখতে গিয়ে পাচারকারীদের বাধার মুখে পড়ল সিআইএসএফ। পাণ্ডবেশ্বরের বাজারি এলাকার ঘটনা। পরে পুলিশ তল্লাশি চালায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বেলা সাড়ে দশটা নাগাদ সোনপুর বাজারির নতুন সিএইচপি থেকে কয়লা নিয়ে যাচ্ছিল ইসিএলের একটি ডাম্পার। পেছনে ছিল সিআইএসএফের মোবাইল গাড়ি। সেই সময় জাতীয় সড়কের উপর চোরাই কয়লা বাইকে করে নিয়ে যাচ্ছিল কয়েকজন। বিষয়টি সিআইএসএফের নজরে আসতেই তারা পাচারকারীদের ধাওয়া করে। বাধা পেয়ে সিআইএসএফের সাথে পাচারকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পাচারকারীরা দ্রুত পুরাতন সোনপুর বাজারি গ্রামের ভিতর ঢুকে যায়। গ্রামে ঢুকতে গেলে সমবেতভাবে পাচারকারীরা সিআইএসএফের জাওয়ানদের বাধা দেয় বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পাচারকারীদের খুঁজতে এরপর পুলিশ ও সিআইএসএফের জাওয়ানরা যৌথভাবে গ্রামের ভিতর তল্লাশি চালায়। ততক্ষণে এলাকা থেকে চম্পট দেয় পাচারকারীরা। পুলিশ ঘটনাস্থল থেকে দশটি সাইকেল ও দু’টনের মত কয়লা বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়।