ইসিএলের বেসরকারী নিরাপত্তাকর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

0
116

সংবাদদাতা,অন্ডালঃ কয়লা খনিতে ছাঁটাইয়ের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালো বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। তারা জানায় ছাঁটাই-এর বিজ্ঞপ্তি প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। প্রায় তিন দশক ধরে ইসিএল এর বিভিন্ন কয়লা খনিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কয়েক হাজার বেসরকারি নিরাপত্তারক্ষী। এরা কাজ করে বিভিন্ন বেসরকারি সংস্থা ও এজেন্সির অধীনে। চলতি বছরের মার্চ মাসে সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আগামী দিনে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের আর কাজে রাখা হবে না। পর্যায়ক্রমে তাদের বসিয়ে দেওয়া হবে। নিরাপত্তার কাজে নিযুক্ত করা হবে সংস্থার নিজস্ব কর্মীদের। ১ এপ্রিল প্রথম পর্যায়ের ছাঁটাই এর বিজ্ঞপ্তি জারি করে করা হয় সংস্থার পক্ষ থেকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই আন্দোলন শুরু করেন নিরাপত্তারক্ষীরা। তাদের বক্তব্য কেউ কুড়ি বছর,কেউ ৩০ বছর ধরে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করছেন। এইভাবে বসিয়ে দিলে তাদের পরিবার চলবে কি করে। আন্দোলনের কাছে নতি স্বীকার করে সংস্থার পক্ষ থেকে ছাঁটাই-র বিজ্ঞপ্তি স্থগিত করা হয় তখন। তবে সাফ জানিয়ে দেওয়া হয় নভেম্বর মাস পর্যন্ত তারা কাজ করতে পারবেন। ১ ডিসেম্বর থেকে বসে যেতে হবে তাদের। সেই মতো সংস্থার পক্ষ থেকে বুধবার ফের বিজ্ঞপ্তি জারি করা হয়। বৃহস্পতিবার ফের বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে ইসিএল এর ১৪টি এরিয়ার বিভিন্ন খনিতে বিক্ষোভ দেখায় বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। বিক্ষোভে নিরাপত্তারক্ষীদের হাতে দেখা যায় শাসকদল তৃণমূলের পতাকা। খনি সংস্থা ইসিএল এর অন্ডাল,পাণ্ডবেশ্বর, লাউদোহা ব্লকের বিভিন্ন খনিতে এদিন চিত্রটা ছিল একই।  বেলা ১১ টা থেকে বারোটা পর্যন্ত বিভিন্ন খনিতে বিক্ষোভ চলে। মাধাইপুর কোলিয়ারির শ্রমিক নেতা গৌতম ঘোষ জানান, বেসরকারি নিরাপত্তা রক্ষীদের এভাবে ছাঁটাই মেনে নেওয়া যায় না। তৃণমূল দল নিরাপত্তা রক্ষীদের আন্দোলনের সাথে রয়েছে। সংস্থাকে ছাঁটাই এর বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে বলে জানান গৌতম বাবু।

LEAVE A REPLY