ইসিএলে খনি পরিদর্শনে এলেন কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশি

0
118

সংবাদদাতা, অন্ডালঃ ইসিএল এর খনি পরিদর্শন ও খনির ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরি করতে বুধবার দুর্গাপুরে এলেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশি। এদিন বিকেল চারটে দশ মিনিটে দিল্লি থেকে বিমানে অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি। তারপর সড়কপথে পৌঁছান দুর্গাপুর। সেখানে কয়লা মন্ত্রী রাত্রিবাস করবেন বলে জানা গেছে। এদিন বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশি জানান, খনি পরিদর্শনের পাশাপাশি কয়লা খনির ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরি করাও এই সফরের উদ্দেশ্য। কয়লা খনিতে বিনিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, খনির জন্য জমির প্রয়োজন যেমন যেমন জমি পাওয়া যাবে সেই পরিমাণ বিনিয়োগ আসবে বলে জানান তিনি। বৃহস্পতিবার সোনপুর বাজারি ও ঝাঁঝরা প্রজেক্ট পরিদর্শন কর্মসূচি রয়েছে কয়লা মন্ত্রীর। সকাল দশটা নাগাদ প্রথমে সোনপুর বাজারি পৌঁছাবেন তিনি। ভিউ পয়েন্ট থেকে প্রজেক্ট পরিদর্শন করার পাশাপাশি সাইলো সিস্টেম দেখবেন। সেখান থেকে যাবেন ঝাঁঝরা প্রজেক্ট পরিদর্শনে যাবেন বলে সূত্রের খবর। কয়লামন্ত্রীর এই সফর কয়লা খনির ভবিষ্যতের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের।

LEAVE A REPLY