সংবাদদাতা, অন্ডালঃ কর্মরত অবস্থায় মৃত্যু হল এক কর্মীর। মৃতের নাম জগদীশ হরিজন(৫৮)। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে কাজোরা এরিয়ার পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে। মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ ইসিএল এর পড়াশকোল ইস্ট কোলিয়ারি পাম্প হাউস থেকে উদ্ধার হয় খনি কর্মী জগদীশ হরিজনের মৃতদেহ। কোলিয়ারি সূত্রে জানা গেছে,অন্যান্য দিনের মতো জগদীশবাবু মঙ্গলবার কাজে যোগ দেন। রাত্রি দশটা নাগাদ পাম্প হাউসে তার মৃতদেহ উদ্ধার হয়।এক সহকর্মী মৃতদেহটি লক্ষ্য করে অন্য সহকর্মীদের খবর দেন। খবর পেয়ে কোলিয়ারীর আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেন। হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা জগদীশ বাবুকে মৃত বলে ঘোষণা করেন।কর্মরত অবস্থায় মৃত্যু হওয়ায় জগদীশবাবুর এক নিকট আত্মীয়র চাকরি ও ক্ষতিপূরণের দাবি জানান সহকর্মীরা। কর্তৃপক্ষ সেই দাবী মেনে নেয়।কিন্তু ডিউটিতে যোগ দেওয়া সুস্থ সবল জগদীশবাবুর আচমকা মৃত্যু হল কিভাবে সেই নিয়ে বেধেছে রহস্য। রাতে প্রচন্ড ঠান্ডার কারণে জগদীশবাবুর মৃত্যু হয়ে থাকতে পারে বলে সহকর্মীদের একাংশের মত।মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের পরেই মৃত্যু রহস্য জানা যাবে বলে অন্ডাল থানার এক আধিকারিক জানান।