সিভিক-দের দিয়ে শিক্ষাদানের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মিছিল এবিপিটিএ’র

0
25

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ সিভিক কর্মীদের দিয়ে স্কুলে পাঠদানের সিদ্ধান্ত স্থগিত নয়, বাতিলের দাবীতে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দফতরে বিক্ষোভ দেখাল এবিপিটিএ। শুক্রবার নিজেদের দাবীর সমর্থনে বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয় চত্বর থেকে মিছিল করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে বিক্ষোভ দেখায় বামপন্থী শিক্ষক সংগঠন।   স্কুলের পঠন পাঠনের সময়সূচীর বাইরে স্কুল ভবনেই সিভিক কর্মীদের দিয়ে স্থানীয় পড়ুয়াদের পাঠদানের জন্য অঙ্কুর প্রকল্প হাতে নিয়েছিল বাঁকুড়া জেলা পুলিশ। যা নিয়ে  যথেষ্ট জলঘোলা হয়। রাজনৈতিক বিতর্কের মাঝে পড়ে স্কুল শিক্ষা দফতর তড়িঘড়ি অঙ্কুর প্রকল্পকে আপাতত স্থগিত ঘোষণা করে। বাঁকুড়া জেলা পুলিশের তরফে রীতিমত লিখিত বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় স্কুলের বদলে স্থানীয় অভিভাবক ও পড়ুয়াদের সুবিধামতো স্থানে ওই পাঠদান চালিয়ে নিয়ে যাওয়া হবে। এরপরই আন্দোলনে নামে এবিপিটিএ। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দফতরের মূল গেট ঘেরাও করে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন বামপন্থী ওই শিক্ষক সংগঠনের শিক্ষকরা।  এবিপিটিএ র দাবী, রাজ্য সরকার অঙ্কুর প্রকল্পের মাধ্যমে রাজ্যের অবৈতনিক শিক্ষা ব্যবস্থাকে ঘুরিয়ে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে বেসরকারীকরণের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই ওই প্রকল্পকে আপাতত স্থগিত নয় প্রকল্পটি বাতিল বলে ঘোষণা করতে হবে। এরপরও রাজ্য সরকার প্রকল্পটি বাতিল না করলে সেক্ষেত্রে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনে নামা হবে।

LEAVE A REPLY