সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৯ মার্চ: অযোধ্যা পাহাড়ের ইচ্ছুক প্রার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার উপযুক্ত করে গড়ে তুলতে সাপ্তাহিক কোচিং ক্লাস জেলা পুলিশের। আজ জেলা পুলিশের পক্ষ থেকে অযোধ্যা পাহাড় এলাকায় দুটি কর্মসূচির আয়োজন করেছিল। মাঝিডি_হিলটপে চাকরি প্রত্যাশীদের জন্য একটি বিনামূল্যে কোচিং সেন্টার খুলল পুলিশ। এই কেন্দ্র থেকে আগ্রহী যুবক যুবতী অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে পরামর্শ ও অনুশীলন করতে পারবেন। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে “পথের দিশা ” র ব্যবস্থা করল পাহাড়ের কাঙ্ক্ষিত যুবদের। জেলা পুলিশের পক্ষ থেকে অযোধ্যা পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া গ্রামের ইচ্ছুক প্রার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার উপযুক্ত করে গড়ে তোলার উদ্দেশ্যে সাপ্তাহিক কোচিং ক্লাস “পথের দিশা” শুরু হল। উপস্থিতি ছিলেন জেলাশাসক অভিজিৎ ব্যানার্জী, জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সহ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। ১৯ মার্চ অর্থ্যাৎ আজ থেকে শুরু। ওই কোচিং ক্লাস প্রতি রবিবার সকাল ১০টা থেকে রাজ্য সরকার পরিশোষিত অযোধ্যা পাহাড়ের আশ্রমধর্মী মাধ্যমিক বিদ্যালয়ে। পাহাড়ে বঞ্চিতদের জন্ম শংসাপত্র ও প্রতিবন্ধী সার্টিফিকেট তুলে দিয়ে অযোধ্যা পাহাড়বাসির আস্থা যোগাল পুরুলিয়া জেলা পুলিশ। জেলার প্রান্তিক এলাকায় পুলিশ প্রশাসন জনসংযোগমূলক কর্মসূচী “আস্থা” এর আয়োজন করেছিল পুলিশ। অযোধ্যা পাহাড়ের গ্রামে এই রকম একটি কর্মসূচির সময় শারিরীকভাবে প্রতিবন্ধী কয়েকজন মানুষের খোঁজ মেলে যারা ‘মানবিক’ ভাতা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও এই ভাতা থেকে বঞ্চিত ছিল শুধুমাত্র প্রতিবন্ধী শংসাপত্র না থাকার কারণে। জেলা পুলিশ তৎক্ষনাৎ এই ব্যাপারে জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করে। এইরকম একুশ জনকে জেলা সদরে নিয়ে আসা হয় এবং হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে তাদের প্রয়োজনীয় পরীক্ষা করা হয়। এঁদের ‘মানবিক ভাতা’র সুবিধা সুনিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগের সংগে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।