‘অঞ্চলে একদিন’ দলীয়  কর্মসূচিতে  ব্যস্ত থাকলেন বিধায়ক তাপস ব্যানার্জী

0
38

সংবাদদাতা, অন্ডালঃ”দিদি সুরক্ষা কবজ” তথা “অঞ্চলে একদিন” কর্মসূচিতে বুধবার দিনভর ব্যস্ত থাকলেন রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস ব্যানার্জী।শুনলেন স্থানীয়দের অভাব, অভিযোগ, সমস্যার কথাও। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে  “দিদির  সুরক্ষা কবজ” নামে কর্মসূচিকে হাতিয়ার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচির উদ্দেশ্যই হচ্ছে দলের জনপ্রতিনিধি ও নেতাদের সাথে স্থানীয়দের জনসংযোগকে ঝালিয়ে নেওয়া। এই কর্মসূচীটি হচ্ছে কয়েকটি পর্বে।বুধবার দ্বিতীয় পর্বে “অঞ্চলে একদিন”- কর্মসূচিতে এদিন অন্ডাল ব্লকের কাজোরা পঞ্চায়েত এলাকায় ছিলেন তৃণমূল বিধায়ক তাপস ব্যানার্জী। কাজোরা গ্রামে এদিন সকালে বেশ কয়েকজনের বাড়িতে যান বিধায়ক। সাথে ছিলেন নির্বাচিত দূতেরা। স্থানীয়দের বাড়ি গিয়ে সরকারি প্রকল্পের প্রচারের পাশাপাশি, প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন কিনা সেই বিষয়েও জানতে চান বিধায়ক। এরপর উপস্থিত হন কাজোরা হাইস্কুলে। সেখানে শিক্ষক-শিক্ষিকাদের সাথে বৈঠক করেন। স্কুলের কিছু পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন রয়েছে বলে স্কুলের পক্ষ থেকে বিধায়কেরকে জানানো হয়। যথাসময়ে সেই সব পরিকাঠামো গড়ে তোলা হবে বলে আশ্বাস দেন বিধায়ক। এরপর কাজোরা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে পঞ্চায়েত সদস্যদের সাথে আলোচনায় যোগ দেন বিধায়ক। কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন দুপুরে খাস কাজোরা কোলিয়ারির বাসিন্দা আশীষ সিং-এর বাড়িতে মধ্যাহ্নভোজন করেন বিধায়ক। বিকেল বেলায় স্থানীয় মারোয়ারি কুঠি এলাকায়  জনসংযোগ সভা ও তারপর দলীয় কর্মীদের নিয়ে একটি কর্মীসভা হয় কাজোরা বাজারে দলীয় কার্যালয়ে। কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন রাতে খাস কাজোরার বাসিন্দা বিজয় অধিকারের বাড়িতে নৈশ আহার ও নিশিযাপন করবেন বলে জানা গেছে।

LEAVE A REPLY