অনুব্রতর দেখানো চড়াম চড়াম ঢাক বাজিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বিজেপি বিধায়ক

0
38

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের দেখানো পথে হাঁটলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রি শেখর দানা। রবিবাসরীয় সকালে বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে পঞ্চায়েত নির্বাচনের আগাম প্রচারে চড়াম চড়াম করে ঢাক বাজিয়ে প্রচার করেন এই বিজেপিকে বিধায়ক। প্রচারে তিনি বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান। এর পাশাপাশি তৃণমূল গ্রামে ঢুকলে ঝাট মেরে তাড়ানোর নিদানও দেন তিনি।চলতি বছরে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে আগাম প্রচার শুরু করেছে সব শিবির। রবিবাসরীয় সকালে বাঁকুড়ার ধলডাঙ্গা বাউরী পাড়ায় ঢাক বাজিয়ে জোর প্রচারে নামলেন বিজেপি বিধায়ক নিলাদ্রি শেখর দানা। গুটিকতক লোকজন নিয়ে প্রচারে বেরিয়ে তৃণমূল এলাকায় যাতে ঢুকতে না পারে গ্রামের মানুষকে তেমন উস্কানি দিলেন দিলেন বিধায়ক। তৃণমূল এলাকায় ঢুকলে গোবর জল দিয়ে ঝাটা মেরে গ্রাম থেকে তাড়াবেন এমনই উস্কানিমূলক মন্তব্য করেন। গ্রামে ভুত ঢুকলে যেমন আচার নিয়ম পালন করেন ঠিক তৃণমূলের দূতরা ঢুকলেও ঝাটা ও গোবর জল দিয়ে তাড়াবেন বলে গ্রামের মানুষকে উস্কে দিলেন বিজেপি বিধায়ক নিলাদ্রি শেখর দানা। অন্যদিকে,তৃণমূলের কটাক্ষ – বিজেপি বিধায়কের কোন কাজ নেই তাই উনি এসব করছেন, লোকজনও নেই তার সঙ্গে।সামনেই পঞ্চায়েত নির্বাচন। কে কাকে ঝাটা মারবে সেটা পঞ্চায়েত নির্বাচনেই টের পাবেন বিধায়ক।

LEAVE A REPLY