জলের পাম্প চালাতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল মহিলার

0
62

সংবাদদাতা, অন্ডালঃ বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম অপর্ণা বাউরী(২৮।সিঁদুলি গ্রামের বাউরি পাড়ার ঘটনা। তদন্ত শুরু করেছে পুলিশ। খান্দরা গ্রাম পঞ্চায়েতের সিদুলি গ্রামের বাউরি পাড়ায় রবিবার রাত সাড়ে আটটা নাগাদ বিদ্যুৎপৃষ্ট হয়ে অপর্না বাউরি নামে এক মহিলার মৃত্যু হয়। স্থানীয়রা জানান পাড়ার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মূল পাইপ লাইনে টুলু পাম্প এর সাহায্যে পাড়ার কেউ কেউ বাড়িতে জল নেয়। মৃত অপর্ণা দেবীর বাড়িতেও সেই রকম একটি কল লাগানো ছিল। কল থেকে জল নিতে গিয়ে ওই মহিলা পাম্প চালাতেই বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনাস্থলে মৃত্যু হয় অপর্ণা দেবীর। মৃত্যুর ঘটনাতে এলাকায় ছড়ায় উত্তেজনা। খবর পেয়ে আসে বনবহাল ফাঁড়ির পুলিশ। দেহটি উদ্ধার করে তারা নিয়ে যায় থানায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় রয়েছে পানীয় জলের সংকট। অন্যান্য পাড়াতে বাড়ি বাড়ি কলের সংযোগ দেওয়া হলেও বাউরি পাড়ায় এখনো সেই কাজ হয়নি। পাড়াতে কল থাকলেও তাতে পর্যাপ্ত জল আসে না। মহিলার আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। খান্দরা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামলেন্দু অধিকারী জানান,প্রতিটি পাড়ায় বাড়ি বাড়ি কলের সংযোগ দেওয়ার দায়িত্ব জন স্বাস্থ্য কারিগরি দপ্তরের। যে সকল পাড়াতে এখনো বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হয়নি সেইসব বাড়াতে দ্রুত সংযোগ দেওয়ার কাজ হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY