বিনামূল্যে বিদ্যুতের দাবিতে স্মারকলিপি

0
329

নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ দিল্লি, পাঞ্জাবের মত ফ্রি বিদ্যুতের দাবিতে শুক্রবার পাণ্ডবেশ্বরে সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিল সিপিআই (এম-এল) দল। এদিন বেলা এগারোটা নাগাদ মিছিল করে সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে পৌছায় সিপিআইএম দলের কর্মী সমর্থকেরা। বিক্ষোভ শেষে দাবির সমর্থনে তারা স্মারকলিপি তুলে দেন বিডিও-র হাতে। বিক্ষোভকারীদের পক্ষে কীর্তন কোটাল জানান দিল্লি, পাঞ্জাবের আপ সরকার তাদের রাজ্যে প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দিয়ে থাকে গ্রাহকদের। আমাদের দাবি এই রাজ্যে ও বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার হোক। তাছাড়া দেশের অন্যান্য রাজ্যের থেকে এই রাজ্যে প্রতি ইউনিট বিদ্যুৎ মাসুল দেশের মধ্যে সবচেয়ে বেশি । বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ ও ইউনিট প্রতি বিদ্যুৎ মাসুল কমানোর দাবিতেই এদিনের বিক্ষোভ কর্মসূচি বলে জানান কীর্তনবাবু।

LEAVE A REPLY