সাথী প্রামানিক, পুরুলিয়া, ৭ মেঃ আরও বেশি সংখ্যক দুঃস্থ অসহায়দের চক্ষু চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী হল একটি সমাজসেবি সংস্থা। তাদের হুড়ার লালপুরে চক্ষু হাসপাতালের নতুন শাখার উদ্বোধনের মধ্য দিয়ে সেই পরিষেবা আরও ত্বরান্বিত করল। আজ রবিবার আনুষ্ঠানিকভাবে এর সূচনা করলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। লালপুরের সমাজসেবি ওই সংস্থা রোটারি ক্লাবের শয্যা ২৪ থেকে ৬৪ উন্নীত হল। লালপুরে চক্ষু হাসপাতাল সম্প্রদায়ের জন্য ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে ওই সংস্থা। ৯০ শতাংশ রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা হয়। এটি রোগীদের সময়মত যত্ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে সপ্তাহে সাত দিন কাজ করে। উদ্বোধক পুলিশ সুপার বলেন, “সুষ্ঠভাবে পরিষেবা দেওয়ার জন্য রোটারি ক্লাবের সুনাম রয়েছে। এটা আরও বেশি মানুষের কাছে পরিষেবার মাধ্যমে ছড়িয়ে পড়বে বলে আমার বিশ্বাস।”