নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল বাঁকুড়ার একটি বেসরকারি কারখানায়। আজ দুপুরে বাঁকুড়ার ছাতনা ব্লকের জোড়হিড়ায় থাকা ওই বেসরকারী কারখানায় আচমকাই আগুন লেগে যায়। বারাবার জানানো সত্বেও কারখানায় অগ্নি নির্বাপনের যথেষ্ট ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ দমকল। কারখানা সূত্রে জানা গেছে, এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ বেসরকারী ওই কারখানার শ্রমিকরা কারখানার ফার্নেসের অদূরে থাকা একটি ট্রান্সফর্মার থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখেন। অল্প সময়ের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনায় কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রান্সফর্মারে আগুন লেগেছে বুঝতে পেরে দমকলে খবর দেয় কারখানা কর্তৃপক্ষ। এরপর বাঁকুড়া থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলের দাবী ওই কারখানায় আগুন নেভানোর কোনো পরিকাঠামো নেই। বিষয়টিকে নিয়ে বারংবার কারখানা কর্তৃপক্ষকে সতর্ক করা হয় দমকলের তরফে। তারপরও কারখানা কর্তৃপক্ষ আগুন নেভানোর পরিকাঠামো তৈরী না করায় আগুন নেভাতে রীতিমত বেগ পেতে হয় দমকলকে।