শাসক দলের লাগাতার আন্দোলন,বিনিয়োগ নিয়ে সংশয়ে কারখানা কর্তৃপক্ষ

0
150

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ মেজিয়া শিল্পাঞ্চলে সর্ববৃহৎ এক লৌহ ইস্পাত কারখানায় ক্রমাগত শাসকদলের বিক্ষোভ। কখনো শাসক দলের শ্রমিক সংগঠন আইনটিটিউসির ব্যানারে, তো কখনো আবার শাসকদলের মূল সংগঠন তৃণমূলের ব্যানারে। দুই পক্ষরেই দাবী স্থানীয় শ্রমিক নিয়োগ,পিএফ,গেচুইটি, প্রভিডেন্ট ফান্ড ও কারখানায় পে স্লিপ সহ দূষণ নিয়ন্ত্রণ। এর জেরে বিপাকে পড়েছে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ। গতকাল এই লৌহ ইস্পাত কারখানার গেটের সামনে বাঁকুড়া জেলা আইএনটিটিইউসির সভাপতি রথীন ব্যানার্জির নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শিত হয়। তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একই দাবিতে কারখানার গেটে বিক্ষোভ দেখায় তৃণমূল। আর এতেই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসেছে। মেজিয়া শিল্পাঞ্চলে তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল নতুন নয়। শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে দু পক্ষের বিবাদ গেছে চরমে। হাতাহাতি থেকে বোমাবাজির ঘটনার সাক্ষী থেকে শিল্পাঞ্চলবাসী। সেই গোষ্ঠী কোন্দল বিগত কয়েক বছর ধরে মাথা চাড়া না দিলেও পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের পুনরায় গোষ্ঠী কোন্দলের ছবি উঠে আসছে গোটা শিল্পাঞ্চল জুড়ে। বিরোধীদের অবশ্য দাবি কোন শ্রমিক স্বার্থ নয় বা দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্য নয় তোলাবাজি মূল লক্ষ্য শাসক দলের। আর এই তোলাবাজি হল তৃণমূলের গোষ্ঠী কোন্দলের মূল কারণ। কারখানা কর্তৃপক্ষের দাবী এই লাগাতার আন্দোলনে কোটি কোটি টাকার লোকসান সম্মুখীন হতে হচ্ছে সংস্থাকে। এই ধরনের অবৈধ আন্দোলনের ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে কারখানা কর্তৃপক্ষ। নতুন করে পনেরো শো কোটি টাকার বিনিয়োগের কাজ চলছে জোর কদমে সেই বিনিয়োগ নিয়ে আগামীতে সংশয়ে কারখানা কর্তৃপক্ষ।

LEAVE A REPLY