দুর্গাপুরে ভুয়ো সেনা আধিকারিক গ্রেফতার

0
52

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ এক ভুয়ো সেনা আধিকারিককে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ। শনিবার রাতে বেনাচিতি সুভাষপল্লি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে হায়দার বেগুলি নামে ওই ভুয়ো সেনা আধিকারিককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে সেনার পোষাক, পরিচয়পত্র, একটি কার্বাইন, একটি এয়ারগান ও একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত হায়দারকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এসিপি তথাগত পান্ডে বলেন, ‘ধৃত হায়দার বেগুলির বাড়ি ছত্রিশগড়ে। এখানে সে তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে একটি ভাড়া বাড়িতে ছিল। পুলিশি জেরায় ধৃত হায়দার স্বীকার করেছে সে ভারতীয় সেনায় চাকরি করে না। তা সত্ত্বেও নিজেকে ভারতীয় সেনা আধিকারিক বলে পরিচয় দিত। কিন্তু কি কারণে সেনা আধিকারিক পরিচয় দিত কাউকে প্রতারণা করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

LEAVE A REPLY