জাল ড্রাফট দিয়ে গাড়ি কিনতে গিয়ে হাতেনাতে পাকড়াও এক ব্যক্তি

0
43

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ জাল ড্রাফট দিয়ে গাড়ি কিনতে গিয়ে ধরা পড়ে গেলেন এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম অশোক গাঙ্গুলী। দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে বর্ধমান আদালতে তোলা হয় শনিবার।  হিতেশ চৌধুরী বর্ধমানের একটি আবাসনের বাসিন্দা। পেশায় চাল ব্যবসায়ী। ২০১৮ সালে কেনা তার চারচাকা গাড়িটি বিক্রি করবে বলে ৪ ফেব্রুয়ারী তারিখে  সামাজিক মাধ্যমে  বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপন দেখেই এক ব্যক্তি তাকে ফোন করে এবং গাড়ি কিনতে ইচ্ছা প্রকাশ করে। ৬ লাখ ৬০ হাজার টাকা দাম ধার্য হয়। বারুইপাড়া থেকে ফোন করছি আমার নাম বাবুই দাস আমি গাড়ি কেনাবেচা করি বলে তাকে জানানো হয়। এরপর ১৭ তারিখ ওই ব্যক্তি হিতেশবাবুকে একটি বেসরকারি ব্যাংকের ডিমাণ্ড ড্রাফটের ছবি পাঠায় হোয়াটসঅ্যাপে। তা দেখে সন্দেহ হয় কারণ ডিমাণ্ড ড্রাফটে কোন এপ্লিকেন্ট এর নাম ছিল না। তিনি সেটাকে নিয়ে আরো পাঁচজনকে দেখায় এবং তিনি জানতে পারেন যে ওটি পুরোপুরি ফেক বা নকল। এরপর তিনি তাকে ফোন করেন এবং জানতে চান তার লোক কখন গাড়ি নিতে আসবে তাকে জানানো হয় যে ব্যাঙ্কিং আওয়ার এর মধ্যেই আসবে। যথারীতি শুক্রবার একটি লোক তার কাছে আসে এবং ওই ডিমান্ড ড্রাফটি দিয়ে তার বদলে গাড়িটি নিয়ে যেতে চায়। এরপরই সেই গাড়ি নিতে আসা ব্যক্তিকে ধরে ফেলা হয় এবং বর্ধমান থানার খবর দেওয়া হলে বর্ধমান থানার পুলিশ তাকে নিয়ে যায়। হিতেশবাবুর অভিযোগের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ অশোক গাঙ্গুলীকে গ্রেফতার করে এবং এদিন বর্ধমান আদালতে তাকে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত আছে তা খতিয়ে দেখবে পুলিশ।

LEAVE A REPLY