সাত দশক ধরে  স্কুল চত্বরেই বসবাস,এবার পরিবারকে পুনর্বাসন দেওয়ার ভাবনা প্রশাসনের

0
64

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ চার প্রজন্ম ধরে স্কুল চত্বর দখল করে বসবাস করে থাকা একটি পরিবারকে পুনর্বাসন দিয়ে উচ্ছেদের উদ্যোগ নিল বাঁকুড়া মহকুমা প্রশাসন। পরিবারটি স্কুল চত্বরে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসায় স্কুলে আসা পড়ুয়াদের নিরাপত্তা যেমন বিঘ্নিত হচ্ছিল তেমনই প্রভাব পড়ছিল পঠন পাঠনেও। সমস্যা সমাধানে আজ বাঁকুড়ার লালবাজার প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ওই পরিবারটিকে পুনর্বাসনের আশ্বাস দিয়ে দ্রুত স্কুল চত্বর জবরদখলমুক্ত করার নির্দেশ দেন বাঁকুড়ার মহকুমা শাসক।বাঁকুড়ার লালবাজার প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয় ১৯৪৬ সালে। প্রতিষ্ঠার আগে থেকেই একটি পরিবার ওই চত্বর জবরদখল করে বসবাস করে আসছে বলেই অভিযোগ। পরবর্তীতে স্কুলের সীমানা পাঁচিল তৈরী হলেও সেই সীমানার মধ্যেই বসবাস করে আসছিল পরিবারটি। স্কুলের নিজস্ব শৌচালয় পরিবারটি ব্যবহার করায় তা ব্যবহার করতে পারত না স্কুলের পড়ুয়ারা। স্কুলে ক্লাস চলাকালীন বা স্কুল সময়ের বাইরেও ওই পরিবারটির জন্য স্কুল চত্বর খোলা রাখতে বাধ্য হতেন স্কুলের শিক্ষিকারা। অভিভাবক ও স্কুলের শিক্ষিকারা সমস্যার কথা বারবার প্রশাসনকে জানালেও গত সাত দশকে অধরা ছিল সমাধানের রাস্তা। ফলে স্কুলের পড়ুয়ার সংখ্যা কমতে কমতে একেবারে তলানিতে নেমে যায়। শেষ পর্যন্ত আজ বাঁকুড়া সদর থানার পুলিশ ও বাঁকুড়া পুরসভার পুরমাতা সঙ্গে নিয়ে ওই স্কুলে যায় বাঁকুড়া মহকুমা প্রশাসন। মহকুমাশাসক পরিবারটিকে শহরের বাইরে কেশরা এলাকায় পাট্টার মাধ্যমে জমি দেওয়ার আস্বাস দিয়ে দ্রুত স্কুল জবরদখলমুক্ত করার নির্দেশ দেন। পুনর্বাসন দেওয়া হলে স্কুল চত্বর ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পরিবারটি। প্রশাসনের হস্তক্ষেপে স্কুল জবরদখলমুক্ত হওয়ার অনেক নিশ্চিন্ত হবে স্কুলে নিজের ছেলেমেয়েদের পাঠাতে পারবেন অভিভাবকরা এমনটাই দাবি অভিভাবকদের। আশা তৈরী হওয়ায় খুশি স্থানীয় অভিভাবক থেকে স্কুল কর্তৃপক্ষ সকলেই।

LEAVE A REPLY