আট মাস বকেয়া টাকা অমিল,মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বঞ্চিত চাষীরা

0
73

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ আগামীকাল বৃহস্পতিবার বর্ধমানে প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে আলুর ক্ষতিপূরণের দাবীতে বিক্ষোভ দেখালো চাষিরা। এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করার কথা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষীরা। উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে পূর্ব বর্ধমানের রসুলপুর এলাকার তিরুপতি হিমঘরে থাকা আলু পচে নষ্ট হয়েছিল। হিমঘরে থাকা ১,১৫,৬৬৩ প্যাকেট আলু নষ্ট হয়। চাষীদের অভিযোগ, হিমঘর কর্তৃপক্ষর গাফিলতিতেই সেই আলু নষ্ট হয়েছিল। হিমঘর কর্তৃপক্ষ ক্ষতিপূরণ না দেওয়ায় সেসময় আন্দোলন শুরু করেন চাষীরা। এলাকার  চাষী ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে জিটি রোডে আলু ফেলে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হিমঘরে গিয়েও বিক্ষোভ দেখায়। সেসময় দুর্গাপুরের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশ দেন সমস্যা মিটিয়ে দেওয়ার। চাষী ও হিমঘর কর্তৃপক্ষকে নিয়ে একাধিকবার জেলা প্রসাশন বৈঠকেও বসে। তবে সমাধান সূত্র মেলেনি। চাষীদের ক্ষতিপূরণ না দিয়ে হিমঘর কর্তৃপক্ষ হাইকোর্টের দ্বারস্থ হয়। চাষীদের দাবী অনুযায়ী ৮৯০ টাকা প্রতি প্যাকেটে ক্ষতিপূরণ নির্ধারিত হলেও এখনো পর্যন্ত ২৫৯ টাকা করে তারা পেয়েছেন। আট মাস হয়ে গেলেও তারা বাকি টাকা না পেয়ে বুধবার বর্ধমান শহরের কার্জন গেট চত্ত্বরে বিক্ষোভ দেখান। তাদের দাবী, রসুলপুর এলাকার রাজপুর, তেলসারা, ছোট মশাগড়িয়া, চাকনাড়া, উলোরা সহ প্রায় ২৫টি গ্রামের ১৮০০ চাষী ক্ষতিগ্রস্ত হয়েছে। বিক্ষোভ দেখাতে এসে হিমঘর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা। তাদের দাবী, অবিলম্বে তাদের বকেয়া টাকা মিটিয়ে দিক হিমঘর কর্তৃপক্ষ। নচেৎ জেলা প্রসাশন উদ্যোগ নিয়ে তাদের ক্ষতিপূরণের টাকার ব্যবস্থা করুক। বিক্ষোভস্থল থেকে আগামীকাল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার দাবীও করেন চাষীরা। বিক্ষোভ শেষে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়।

LEAVE A REPLY