সংবাদদাতা, অন্ডালঃ বুধবার সন্ধ্যায় উখড়া পুরাতন হাটতলা জমিদার স্টেটে আয়োজিত হলো নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান। একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় ফ্যাশন প্রতিযোগিতায় মিসেস ইন্ডিয়া আইকন ২০২২ বিজেতা সুস্মিতা সুনা দাসকে। ব্যাঙ্গালোরে আয়োজিত এই প্রতিযোগিতায় সুস্মিতা সেরা প্রতিযোগীর শিরোপা পান। আদপে উড়িষ্যার বাসিন্দা সুস্মিতার শশুর বাড়ি অন্ডালের উখড়া গ্রামের রথতলা দাস পাড়ায়। গ্রামের বধূকে এই দিনের অনুষ্ঠানে সম্বর্ধিত করা হয় উখরা গ্রাম পঞ্চায়েত, উখড়া পুলিশ আউট পোস্ট, রোটারি ক্লাব, লাইন্স ক্লাব সহ বিভিন্ন সংস্থা ও ক্লাবের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ, সমাজসেবী সুমিত বন্দ্যোপাধ্যায়, সহ অন্যরা। অনুষ্ঠান শেষে সুস্মিতা জানান, শশুর বাড়িতে এসে এইভাবে সম্মানিত হব ভাবতেও পারিনি। তিনি বলেন,এদিনের এই সংবর্ধনার অনুষ্ঠান আগামী দিনে আমাকে লক্ষ্যে পৌঁছাতে অনুপ্রাণিত করবে।