পুরুলিয়ায় দুমাসের পুত্র সন্তানকে আছড়ে মারল বাবা

0
131

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৬ অগাষ্ট: দুমাসের পুত্র সন্তানকে আছড়ে মারল বাবা। সদ্য পুত্র হারা মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি পুরুলিয়া জেলার টামনা থানার ডুড়কু গ্রামে। বৃহস্পতিবার বিকেলে স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি হয়। তখনই উত্তেজিত অবস্থায় দুমাসের নিজের ছেলেকেই ‘সফট টার্গেট’ করে যুবক সাগর রুই দাস। নির্মমভাবে আছড়ে মারে শিশুটিকে। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে অচৈতন্য হয়ে পড়ে নিষ্পাপ শিশুটি। তখনই তাকে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় প্রাণ হারায় শিশুটি। শুক্রবার রাত্রে সদ্য পুত্র হারা গঙ্গা রুই দাস পরিজনদের নিয়ে টামনা থানায় লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতেই বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। তার ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক। ঘটনার প্রত্যক্ষদর্শী গঙ্গার জবানবন্দি নেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

LEAVE A REPLY