বর্ধমানে ঈদের শোভাযাত্রায় চলচ্চিত্র অভিনেত্রী মন্দাকিনী

0
85

নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: একসময়ে যাকে দেখতে গোটা ভারত উত্তাল হয়ে উঠত তিনি একেবারে চোখের সামনে। বর্ধমানে মন্দাকিনীর আগমণ ঈদ উপলক্ষে। কাউন্সিলর প্রদীপ রহমান এবং বিধায়ক খোকন দাসের উদ্যোগেই তার বর্ধমানে আসা। সারা মাসের সংযমের শেষে খুশির ঈদে মাতোয়ারা শহর বর্ধমান। সেই খুশিতে চার চাঁদ যোগ হল এই তারকার আগমণে। রাজ কাপুরের জহুরি চোখ এক সময় খুঁজে বার করেছিল মন্দাকিনীকে। ‘ রাম তেরি গঙ্গা মইলি ‘ ছবির মধ্য দিয়ে আসমুদ্রহিমাচল মন্দাকিনীকে চিনে নেয়। এরপর সুপারস্টার মিঠুনের সাথে ‘ ডান্স ডান্স’। আরো অনেক ছবিতে। কিন্তু প্রথম থেকেই বিতর্ক পিছনে ছাড়েনি তার। ডন দাউদ ইব্রাহিমের সাথে তার নাম জড়ায়। ধীরে ধীরে ছায়াছবির জগতে তার নাম তলিয়ে যায়। তবুও এখনো অনেকের কাছে একটা আবেগ রয়ে গেছে।এদিন মুম্বাই থেকে বর্ধমানে এসে পৌছান তিনি। ১৮ নং ওয়ার্ডের লায়লা ভবনের সামনে। সেখানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর ওয়ার্ড পরিক্রমা করে সর্বমঙ্গলা মন্দিরের পাশ দিয়ে বি সি রোডে এসে পৌছায় শোভাযাত্রা। সামনে ব্যান্ড ও গান বাজানো হয়। পিছনে হুড খোলা জিপে মন্দাকিনী ও আয়োজকেরা। ছিল বিরাট পুলিশবাহিনী৷ কার্জনগেটের কাছে এসে শোভাযাত্রা শেষ হয়।

শোভাযাত্রায় হুটখোলা গাড়িতে মন্দাকিনী

LEAVE A REPLY