দুর্গাপুরে বস্তিতে বিধ্বংসী আগুনে পুড়ে গেল তিনটি বাড়ি

0
88

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুঃ পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বেনাচিতির মহিষ্কাপুর প্লট সংলগ্ন বস্তিতে বিধ্বংসী আগুনে পুড়ে গেল তিনটি বাড়ি। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু  তার আগেই আগুনে ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ না থাকায় কেউ হতাহত হয় নি। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে দমকল আসে। প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান শটসার্কিট থেকেই এই আগুন লেগেছে।

LEAVE A REPLY