শুকনো পাতায় আগুন লেগে পুড়ে গেল বিদ্যুতের খুটির কেবল

0
47

নিজস্ব প্রতিনিধি,দু্র্গাপুরঃ শুকনো পাতায় আগুন লাগানোর জেরে বুধবার বিকেলে পুরসভার ২৩ নম্বর ওয়ার্ড কলাবাগান এলাকায় একটি বিদ্যুতের খুটির কেবল পুড়ে গেল। প্রত্যক্ষদর্শীরা জানান শুকনো পাতা থেকে বিদ্যুতের কেবলে আগুন লেগেছে। দাউ দাউ করে জ্বলছিল। কেবল পুড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এসইডিসিএলের আধিকারিক ও সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ। এসইডিসিএলের এক আধিকারিক বলেন, ‘কেবলটি ১১ হাজার ভোল্টের। এই কেবল থেকে সিটি সেন্টার অঞ্চলে কবিগুরু এলাকায় বিদ্যুৎ সরবরাহ হয়। কেবল পুড়ে যাওয়ায় অন্য কেবল দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। পুড়ে যাওয়া কেবল মেরামত করতে কয়েক লক্ষ টাকা লাগবে।’

LEAVE A REPLY