নিজস্ব সংবাদদাতা,রানীগঞ্জ: মঙ্গলবার সকাল ৮টা নাগাদ রানিগঞ্জের আমরাসোতা গ্রাম পঞ্চায়েতের ঘাটি ডাঙ্গা এলাকায় একটি লাচ্ছা কারখানায় আগুন লাগে। পরিবারের এক সদস্য ও প্রতিবেশীরা পুলিশ প্রশাসন ও দমকলকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ প্রসঙ্গে মোহাম্মদ রিজওয়ান আলম বলেন, শর্ট সার্কিট থেকে আগুন লেগে কারখানায় রাখা মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। কারখানার ভিতরে আগুন লাগার সাথে সাথে সমস্ত শ্রমিকরা বেরিয়ে আসেন, তাই কোন হতাহতের ঘটনা ঘটেনি তবে এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।