গৌরবাজার এলাকার একটি রাইস মিলে আগুনের ঘটনায় আতঙ্ক

0
39

সংবাদদাতা, লাউদোহাঃ রাইস মিলে আগুন লাগার ঘটনায় ছড়ালো আতঙ্ক। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে গৌরবাজার এলাকায়। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌর বাজারে একটি রাইস মিলে আগুন লাগার ঘটনায় এলাকায় ছড়ায় আতঙ্ক। যে ট্রান্সফরমার থেকে রাইস মিলে বিদ্যুৎ সরবরাহ হয় সেই ট্রান্সফরমারটিতে প্রথমে আগুন লাগে,  পরে তা ছড়িয়ে পড়ে রাইস মিল চত্বরে। মিলে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়াই। স্থানীয় বাসিন্দারা দ্রুত ট্রান্সফরমাটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন। খবর পেয়ে দুর্গাপুর থেকে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে।শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা দমকল কর্মীদের। গৌরবাজার এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি উৎপল দত্ত জানান,আগুন নেভানোর কাজে প্রথমে স্থানীয়রা হাত লাগান, খবর পেয়ে দ্রুত আসে দমকল কর্মীরা। সময় মত আগুন নেভানো না গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে আশঙ্কা প্রকাশ করেন উৎপলবাবু। তবে আগুন লাগা প্রসঙ্গে মিল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY