সোনপুর বাজারি প্রকল্পে পুরনো সি এইচ পি তে আগুন

0
52

সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ পরিত্যক্ত সিএইচপি-র কাঠামো কাটিংয়ের কাজ করার সময় গ্যাস কাটারের আগুন থেকে সি এইচ পি তে আগুন লেগে যায়। প্রচন্ড গরমের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পরে দমকলের সাহায্যে আগুন নেভানো সম্ভব হয়। সোনপুর বাজারি প্রকল্পে বছর খানেক আগে পরিত্যক্ত সিএইচপি-র একাংশ গুড়মুড়িয়ে ভেঙ্গে পড়েছিল। সেবার অল্পের জন্য রক্ষা পেয়েছিল কর্মরত শ্রমিকেরা। রবিবার সেই সি এইচ পি তে আগুন লাগার ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। প্রকল্প সূত্রে জানা গেছে পুরনো,পরিত্যক্ত  সিএইচপি-টি স্ক্রাব (লোহার কাঠামো টুকরো করার পদ্ধতি ) করার জন্য কাটিং এর কাজ চলছে কয়েক দিন ধরে। আজ বেলা বারোটা নাগাদ গ্যাস কাটারের সাহায্যে লোহার কাঠামো কাটার সময় অসাবধানতাবশতঃ কাঠামোয় আগুন লেগে যায়। প্রচন্ড গরমের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে আসেন প্রকল্পের আধিকারিকেরা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ঘন্টা দু’য়েক পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। গরমের সময় গ্যাস কাটার দিয়ে এই ধরনের কাজ করার সময় আগুন লাগার সম্ভাবনা থাকে। বিষয়টি জানা সত্ত্বেও কেন সতর্কতা অবলম্বন করা হয়নি সেই নিয়ে শ্রমিক মহলে উঠছে প্রশ্ন। খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। যদিও আগুন লাগার কারণ ও সাংবাদিকদের বাধা দেওয়ার প্রসঙ্গে প্রকল্পের আধিকারিকদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY