নিজস্ব প্রতিনিধি,জামুরিয়াঃ জামুরিয়া বিধানসভা এলাকার শ্রীপুর ফাঁড়ির অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ শ্রীপুর থ্রি স্ল্যাব তৃণমূল অফিসের কাছে ট্রান্সফরমারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আসে দমকলের দুটি ইঞ্জিন। কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে আসে জামুরিয়া থানার পুলিশও। কীভাবে আগুন লাগল তা জানা যায়নি। আগুনের সূত্রপাত কি থেকে সেটাও পরিষ্কার নয়। এ বিষয়ে এই ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আরিফ আলী জানান, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ট্রান্সফরমারে হঠাৎ আগুন লাগে। এর ফলে চারটি ট্রান্সফরমার মারাত্মকভাবে পুড়ে ছাই হয়ে গেছে । যার কারণে এই এলাকার হাজার হাজার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন । এর সাথে সাথে ঐ এলাকার প্রায় দশ হাজার মানুষের বাড়ি এখন বিদ্যুৎ হীন। জানা গেছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।