রেল ফটক এলাকার ঝোপে আগুন লাগার ঘটনায় আতঙ্ক  

0
86

সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ নবগ্রাম থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার জোয়ালভাঙ্গা রেল ফটক সংলগ্ন রাস্তার পাশে ঝোপে আগুন লাগার ঘটনায় এলাকায় ছড়ালো আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গ্রীষ্মের সময় গরমের কারণে ঝোপ জঙ্গলে আগুন লাগার ঘটনা প্রায় ঘটে। সাম্প্রতিককালে অন্ডালের কাজী নজরুল বিমানবন্দর চত্বরে কিছুদিনের মধ্যে দু’বার আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার একই ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বরে। এদিন দুপুরে নবগ্রাম থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার জোয়ালভাঙ্গা রেল ফটক সংলগ্ন রাস্তার পাশে ঝোপে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে বড় এলাকা জুড়ে। নবগ্রাম, কুমারডিহি জোয়াল ভাঙ্গার বহু মানুষ পাণ্ডবেশ্বর যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করেন। বাইক, টোটো সহ চার চাকার গাড়ি ও নিয়মিত যাতায়াত করে এই রাস্তায়। রাস্তার উপর দিয়ে গেছে হাই ভোল্টেজ বিদ্যুতের তার। আগুন দ্রুত ছড়িয়ে পড়াই স্বাভাবিকভাবে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলকে। বেশ কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

LEAVE A REPLY