নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ তৃণমূলের পার্টি অফিসে আগুন ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুরের বাঁশি গ্রামে। তৃণমূল কার্যালয়ের তালা ভেঙ্গে আগুল লাগানোর অভিযোগ বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ঘটনা বলে পাল্টা দাবি বিজেপির। তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার জয়পুর থানার বাঁশি গ্রামে। বৃহঃস্পতিবার সকালে বাঁকুড়ার জয়পুর থানার বাঁশি বুথ তৃণমূল কার্যালয় থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা। স্থানীয় মানুষ ও তৃণমূল দলীয় কর্মীরাই আগুন নিয়ন্ত্রনে আনেন। তৃণমূলের দাবি তৃণমূল কার্যালয় ভাংচুর করে আগুন লাগিয়ে দিয়েছে বিজেপি। কার্যালয়ের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে কাগজ পত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। গরীব মানুষকে পুজোতে বিলি করার জন্য ভিতরে থাকা নতুন জামা কাপড় গুলিও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। টিভি সহ বেশ কিছু জিনিসপত্র চুরি গিয়েছে বলেও অভিযোগ তৃণমূলের তরফে। আগুন লাগানোর ঘটনার সঙ্গে বিজেপির যোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবী এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এদিকে ঘটনার খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।