চলে গেলেন টুসু, ভাদু, ঝুমুর গানের জনপ্রিয় লোকশিল্পী সুভাষ চক্রবর্তী

0
127

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ ‘লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা’- এই গানে সকলের মাঝে বেঁচে থাকবেন চির অমর হয়ে থাকবেন শিল্পী।বাঁকুড়া হারাল সুভাষকে। চলে গেলেন বিখ্যাত ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী।কলকাতার একটি বেসরকারী হাসপাতালে শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। শারিরীক নানান রোগে ভুগছিলেন বেশ কয়েকদিন ধরেই। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। পরিবার সুত্রে জানা গেছে,শনিবার বেলা প্রায় ১১ টা ৫৫ নাগাদ প্রয়াত হন তিনি। মেয়ে অর্পিতা চক্রবর্তী শুক্রবার সোশ্যাল মাধ্যমে মানুষটা ভালো নেই সবাই প্রার্থনা করুন এই পোস্ট করেছিলেন। শনিবার সুভাষবাবুর মেয়েই সোশ্যাল মাধ্যমে সুভাষবাবু আর নেই খবর জানিয়ে পোস্ট করেন। এরপরেই শিল্পীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। বাঁকুড়া হারাল এক মহান শিল্পীকে। বাংলা হারাল এক খ্যাতনামা লোকশিল্পীকে। একাধিক গান যেমন তিনি নিজে রচনা করেছেন, তেমনই সুর দিয়েছেন বহু গানে। এককথায় বাঁকুড়া পুরুলিয়া ভাদু টুসু নিয়ে নানান গান গেয়েছেন সুভাষ চক্রবর্তী। গান লিখেছেন, সুর দিয়েছেন এবং নিজে গেয়েছেন অসংখ্য গান। ভাদু, টুসু ও ঝুমুর গান গেয়ে একের পর এক অনন্য নজির গড়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসিন্দা সুভাষ চক্রবর্তী। বেশ কয়েক বছর ধরেই তিনি থাকছিলেন কলকাতায়,  সেখানে লোকগান শেখাতেন বহু ভক্ত ও অনুগামীকে। তার মেয়ে অর্পিতা চক্রবর্তীও একজন বড় মাপের লোকশিল্পী। এদিন দুপুরে বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাড়িতে এসে পৌঁছয় সুভাষ বাবুর মৃত্যু সংবাদ। এই খবরে শোকস্তব্ধ বাঁকুড়ার শিল্পী মহল। পর্বতারোহী সুভাষ পালের পর বাঁকুড়া হারালো আরো এক সুভাষকে।

LEAVE A REPLY