নবারুন ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা

0
104

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ নবারুন অ্যাথেলেটিক্স ক্লাবের পরিচালনায় অজিত কুমার বন্দ্যোপাধ্যায় ও গুনময় মন্ডল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার। ভিড়িঙ্গি টি এন স্কুল ময়দানে আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম খেলায় টাই ব্রেকারে বিধান স্পোর্টিং ক্লাবকে ২ গোলে পরাজিত করে জয়ী হয় নবারুণ ক্লাব। খেলার নির্ধারিত সময় দুটি দল গোল করতে পারে নি। এদিন মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, বর্তমান পুরবোর্ডের প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা সহ অন্যান্য অতিথিরা।

LEAVE A REPLY