সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ রবিবার ত্রাণ সমিতি ও পাণ্ডবেশ্বর স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় পাণ্ডবেশ্বর ফুটবল একাডেমি দলের বিরুদ্ধে ৩-২ গোলে জিতল বোলপুর সঞ্জয় একাদশ (বীরভূম )। খেলাটি হয় পাণ্ডবেশ্বর রেল মাঠে। প্রথম খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জয়ী বোলপুর দলের রাজ বাউরি। এদিন উদ্বোধনী খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশনে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরী সহ, বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য যমুনা ধীবর সহ অন্যরা। কিক অফ করে খেলাটির উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সংগঠকদের পক্ষে অজয় ধীবর জানান, আটটি দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী ১২ মার্চ ফাইনাল খেলাটি হবে। ফুটবলের প্রসার ও বর্তমান প্রজন্মকে মাঠমুখী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন বলে জানান অজয়বাবু।