ট্রফি জিতল উখড়া পূজারী ফুটবল একাডেমি

0
235

সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ কুমারডিহি উদয়ন সংঘ পরিচালিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো উখারা পূজারী ফুটবল একাডেমি। গত  ৫ সেপ্টেম্বর আটটি দলকে নিয়ে এবারের টুর্নামেন্টটি শুরু হয় কুমারডিহি উদয়ন সংঘ স্টেডিয়ামে। রবিবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুর্গাপুরের দিশারী ক্লাব ও উখড়া পূজারী ফুটবল একাডেমি। দিশারী ক্লাবকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় উখড়া পূজারী ফুটবল একাডেমি। রবিবার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত হয়েছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন নক্ষত্র প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ৬৪ বছর আগে এই টুর্নামেন্টের সূচনা হয়। খনি অঞ্চলের পুরনো টুর্নামেন্ট গুলির মধ্যে এটি অন্যতম প্রাচীন।

LEAVE A REPLY