মুখ্যমন্ত্রীর হাত ধরে দুর্গাপুরে ফরেন্সিক ল্যাবের উদ্বোধন হল

0
82

জয় লাহা,দুর্গাপুর,২ ফেব্রুয়ারীঃ  তদন্তকারী পুলিশের অপরাধের কিনারা করতে আরও সুবিধা হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে  ভার্চুয়ালি উদ্বোধন হল দুর্গাপুরের রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির। দুই বর্ধমান,বাঁকুড়া,পুরুলিয়া ও বীরভুম জেলার নানা অপরাধের বৈজ্ঞানিক পরীক্ষার কাজকর্ম এবার দুর্গাপুর রিজিওনাল ফরেন্সিক ল্যাব থেকেই হবে। অত্যাধুনিক এই ফরেন্সিক ল্যাবে দ্রুত নমুনা পরীক্ষা করা সম্ভব হবে এবং অপরাধের কিনারা করতে সদর্থক ভূমিকা নেবে এই ল্যাবরেটরি বলেও আশাবাদী প্রশাসনিক মহল। প্রসঙ্গত,এযাবৎকাল পর্যন্ত এই পাঁচ জেলার বোমা বিস্ফোরন,খুন অগ্নিসংযোগ সহ নানা ঘটনার  তদন্ত করতে কলকাতা থেকে ফরেনসিক বিশেষজ্ঞদের আসতে হত। এখন আর কলকাতার বেলগাছিয়া থেকে আসতে হবে না ফরেন্সিক বিজ্ঞানীদের। এবার সেই কাজ দুর্গাপুরের ফরেনসিক ল্যাবরেটরীর বিশেষজ্ঞরা  দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় পৌঁছে গিয়ে নমুনা সংগ্রহ করে সেই নমুনা দ্রুত পুলিশের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে দাবি আধিকারিকদের। প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে দুর্গাপুরের জেমুয়া পঞ্চায়েতের শঙ্করপুরে এই রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরি তৈরী করা হয়েছে। ফরেন্সিক দপ্তরের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় জানান,”২ জন সিনিয়ার সায়েন্টিস্ট ও ১ জন সিনিয়ার সায়েন্টিস্ট অফিসার থাকবেন।  ফরেন্সিক তদন্ত অত্যন্ত জরুরি যে বিষয়, সেই টক্সিকোলজি দুর্গাপুরে করা হবে। জার্মান প্রযুক্তির  ফুরিয়ার আল্ট্রা ভায়োলেড,জিসিএমএস সহ  চার ধরনের অত্যাধুনিকমানের মেশিন রাখা হয়েছে। পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান,বাঁকুড়া,বীরভূম,পুরুলিয়ার যে কোনও অপরাধে তদন্তের জন্যে এতদিন ফরেন্সিক তদন্তের জন্য নমুনা সংগ্রহ করতেই বেশ কিছুদিন অপেক্ষা করতে হত পুলিশকে। এইবার এই সমস্যার সমাধান হবে দুর্গাপুরে রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির মাধ্যমে। এছাড়াও এখান থেকে এবার দ্রুত ওই পাঁচ জেলার ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করা সম্ভব হবে।” 

LEAVE A REPLY