নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ গ্রামের রাস্তায় হঠাৎ এক অজানা জন্তুর দেখা মেলায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। ওই অজানা জন্তুর আক্রমনে জখম হয়েছে এক শিশু সহ মোট চারজন গ্রামবাসী। বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের জঙ্গল ঘেরা কাচ্ছালা ও সামন্তমারা গ্রামের এই ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে গ্রামবাসীরা। এলাকার অনেকেই বলেছেন, জন্তুটি দেখতে অনেকটা হায়নার মতো। জন্তুটি আসলে ঠিক কি,তার খোঁজ শুরু করেছে বন দফতর। জানা গেছে শনিবার রাতে হঠাৎ কাচ্ছালা গ্রামে ঢুকে জন্তুটি আক্রমন চালায় গ্রামের বছর ৬৪ বয়সের ভাদু ঘোষের উপর। এরপর ওই জন্তুর আক্রমণে কাচ্ছালা গ্রামেই আহত হন একজন যুবক। এরপরই জন্তুটি পাশের গ্রাম সামন্তমারায় ঢুকে পড়ে। স্থানীয়দের দাবী জন্তুটি গ্রামে ঢুকে পাঁচ বছরের এক শিশুর উপর চড়াও হয়। জন্তুটির হাত থেকে শিশুটিকে রক্ষা করতে গিয়ে আহত হন শিশুটির মা। কাচ্ছালা ও সামন্তমারা এই দুটি গ্রামে ঘটনার পরে আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আহত এক মহিলার চোট গুরুতর থাকায় তাঁকে স্থানান্তর করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। জঙ্গল থেকে গ্রামে ঢুকে এক অজানা জন্তু এভাবে আক্রমন চালানোয় ওই দুটি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জন্তুটির খোঁজ চলছে বলে জানিয়েছে বন দফতর।