বাসন-গহনা ঝকঝকে করে দেওয়ার নামে প্রতারণা চক্রের দুই পান্ডা গ্রেফতার

0
61

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বাসন ও সোনার গহনা ঝকঝকে করে দেওয়ার নামে প্রতারণার ঘটনার সাথে যুক্ত আন্তঃরাজ্য এক চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করল বাঁকুড়ার তালডাংরা থানার পুলিশ। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গত কয়েক সপ্তাহ ধরে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসে কেউ বা কারা কাঁসার বাসন ও সোনার গহনা ঝকঝকে করে দেওয়ার নামে তা নিয়ে চম্পট দিয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জেলার নাকা পয়েন্টগুলিকে সতর্ক করে। জেলার একটি নাকা পয়েন্টে সন্দেহজনক ভাবে আটক করা হয় পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার বাসিন্দা রোহিত কুমার সো ও বিহারের পূর্নিয়া জেলার বাসিন্দা মিথিলেশ কুমার সো। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে ধৃত দুজন ওই ঘটনাগুলির সাথে যুক্ত থাকার অভিযোগ স্বীকার করে নেয়। পুলিশের দাবী এই চক্রের সাথে যুক্তরা গ্রামে গিয়ে কাঁসার বাসন চকচক করে দেওয়ার কাজ করে মানুষের বিশ্বাস অর্জন করে নিত। পরে সোনার গহনা চকচকে করে দেওয়ার নামে সুযোগ বুঝে তা নিয়ে চম্পট দিত। অধিকাংশ ক্ষেত্রে এই চক্রের সফট টার্গেট হত গ্রামের বয়স্ক ও একা থাকা গৃহবধূরা। দুজনকে গ্রেফতারের পর এই চক্রের সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি জেলা জুড়ে গ্রামের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপরেও জোর দিচ্ছে বাঁকুড়া জেলা পুলিশ।

LEAVE A REPLY