বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো ডাক্তার দেবাশীষ পোড়ে। মঙ্গলবার বিকেলে পানাগড় বাজার থেকে কাঁকসা থানার পুলিশ গ্রেপ্তার করে দেবাশিষকে। বুধবার সকালে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। কলকাতার বাসিন্দা দেবাশিষ আদতে একজন ফার্মাসিস্ট। কিন্ত সে নিজেকে বিলেত ফেরৎ ডাক্তার পরিচয় দিয়ে কাঁকসার একটি ওষুধের দোকানে রোগী দেখতেন। অভিযোগ, কলকাতার বাসিন্দা প্রয়াত এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নিজেকে বিদেশ থেকে মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে আসা চিকিৎসক বলে জাহির করতেন দেবাশিষ। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা প্রশাসনের দ্বারস্থ হন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কাঁকসা থানার পুলিশ এফআইআর করে দেবাশীষের বিরুদ্ধে। এরপরে কাঁকসার চেম্বারে রোগী দেখা বন্ধ করেন দেবাশীষ। গত কয়েক মাস আর কাঁকসায় আসেন নি তিনি। মঙ্গলবার বিকেলে কলকাতা থেকে পানাগড় বাজারে আসেন দেবাশীষ। খবর পাওয়া মাত্র পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। হার্ট, স্কিন, নিউরো, ডায়াবেটিস সহ মোট ছটি রোগের বিশেষজ্ঞ বলে নিজেকে দাবি করতেন দেবাশীষ।