কাজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার এক

0
282

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১ অগাষ্ট: কাজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুরুলিয়ার সাইবার ক্রাইম থানার পুলিশ। ঝাড়খন্ড রাজ্যের রাঁচি থেকে ওই ব্যক্তিকে রবিবার রাতে গ্রেফতার করে পুরুলিয়ায় নিয়ে এসেছে সাইবার ক্রাইম থানার পুলিশ।আজ সোমবার সকালে তার পুরুলিয়ার মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল পরীক্ষার পর  ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। পুলিশ হেফাজত হয় তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম কালী কিংঙ্কর মুখার্জি। তার বাড়ি বাঘমুন্ডি থানার মাদলা গ্রামে। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, কাজ দেওয়ার নাম করে বেকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে। এই মর্মে আড়ষা থানার চিপিদা গ্রামের বাসিন্দা, চিরঞ্জিত মাহাতো ১৫ ডিসেম্বর ২০২০ সালে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরে সুষেন সিং সর্দার নামে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেই জানা যায় মূল অভিযুক্ত কালী কিঙ্কর মুখার্জি। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, কুড়ি জন ইতিমধ্যে এই বিষয় নিয়ে অভিযোগ দায়ের করেন। অবশেষে রাঁচি থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবি। ধৃতের বিরুদ্ধে ৪২৬, ৪২০, ও ৫০৬ ধারায় মামলা দায়ের করে আদালতে তোলা হয়।

LEAVE A REPLY