বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ দু’দিনের ব্যবধানে ফের কাঁসা – পিতলের বাসন পালিশ করার নাম করে সোনার গয়না হাতিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। এবারের ঘটনাস্থল বেনাচিতি অঞ্চলের গোয়েল গলি। সোমবার সকালে এই এলাকার বাসিন্দার দীপমালা চৌধুরীর বাড়িতে দুই যুবক এসে কাঁসা – পিতলের বাসন পালিশ করার প্রস্তাব দেয়। পরে দীপমালার একটি নুপূর পালিশ করে একেবারে নতুনের মত চকচকে করে দেয় দুই যুবক। এরপর দীপমালা দুটি সোনার চেন ও একটি কানের দুল পালিশ করতে দেন। মুহুর্তের মধ্যে সোনার গয়না হাতিয়ে একটি প্যাকেটের মধ্যে কয়েকটি পাথর ভরে দীপমালার হাতে দিয়ে পালিয়ে যায় দুই যুবক। ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক ভাবে তদন্ত করে যায়। কিন্তু এখনও পর্যন্ত দুই যুবকের কোনও হদিশ পাওয়া যায় নি।