নিজস্ব সংবাদদাতা,অন্ডালঃ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানে গাঁজা সহ গ্রেপ্তার হল দুই ব্যক্তি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে বাইশ কেজি গাঁজা। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অন্ডালের যোগীবাবা স্থান এলাকায় অভিযান গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে ২২ কেজি গাঁজা। গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম জয়প্রকাশ সাউ ও উজ্জ্বল গড়াই। উজ্জ্বল গড়াই-এর বাড়ি বীরভূম জেলার সদাইপুর থানার ছিনপাই এলাকায়। জয় প্রকাশ সাউ অন্ডালের বাসিন্দা। সূত্র মারফত জানা গেছে উজ্জ্বল গড়াই গাঁজা নিয়ে জয়প্রকাশ সাউকে সরবরাহ করতে এসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওত পেতে ছিল পুলিশ। গাঁজা হাত বদল হওয়ার সময় পুলিশ অভিযুক্ত দু’জনকে ধরে। ধৃতকে আজ শুক্রবার পুলিশ পেশ করে আসানসোলের বিশেষ আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত দুজনকে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য সম্প্রতিককালে খনি এলাকায় একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। পাণ্ডবেশ্বরে কম সময়ের ব্যবধানে দু’দুবার উদ্ধার হয় গাঁজা। এছাড়াও সাম্প্রতিককালে লাউদোহা ও অন্ডাল থানা এলাকার গাঁজা উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন কয়েকজন গাঁজা পাচারকারী। পরপর গাঁজা উদ্ধার ঘটনায় খনি এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। আজ তাদের আসানসোল আদালতে পেশ করা হলে তাদের জামিন নাকচ হয়।