ওরগ্রামে জঙ্গল থেকে উদ্ধার ২২ কেজি গাঁজা,গ্রেফতার ৫

0
54

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ পূর্ব বর্ধমানের ভাতারের ওরগ্রামে জঙ্গল থেকে উদ্ধার হল ২২ কেজি গাঁজা।ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫ পাচারকারী।রবিবার ওরগ্রাম জঙ্গল থেকে উদ্ধার ২১ কিলো ৬ শো ৪০ গ্রাম গাঁজা।ঘটনায়  ৫ জনকে  গ্রেফতারের পাশাপাশি আটক করা হয়েছে দু’টি চারচাকা গাড়িও। ভাতার থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় ওরগ্রাম জঙ্গলে গাঁজা পাচার চলছে। সেখানে অভিযান চালিয়ে দুটি চার চাকা সহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করে ভাতার থানার পুলিশ। ধৃতদের নাম রবিউল মিয়া ও প্রসেনজিৎ বর্মন এদের বাড়ি কোচবিহার জেলার শীতলকুচি এলাকায়, তপু চৌধুরী ও সঞ্জীব সিংয়ের বাড়ি বর্ধমান শহরে  ও সব্যসাচী চৌধুরীর বাড়ি ভাতারের বলগোনায়। ধৃত ৫ ব্যক্তিকে বর্ধমান আদালতে পেশ করা হয়।

LEAVE A REPLY