বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ নম্বরবিহীন গাড়িতে আবর্জনা সংগ্রহ করছে দুর্গাপুর পুরসভা কর্তৃপক্ষ। ঘটনাটি নজরে আসা মাত্র পুর কমিশনার, মহকুমা শাসক ও পরিবহন দপ্তরে লিখিত অভিযোগ করেছে জেলা কংগ্রেস নেতৃত্ব। অভিযোগ, মিশন নির্মল বাংলা প্রকল্পে পুরসভা শতাধিক গাড়ি কিনেছে। সেই গাড়িগুলির রেজিষ্ট্রেশন হয় নি। ফলে নম্বরও হয় নি। অভিযোগ, নম্বর ছাড়াই গাড়িগুলি রাস্তায় নামিয়ে দিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, নম্বর ছাড়া গাড়িতে আবর্জনা সংগ্রহ করছে পুরসভা। কখনও যদি দুর্ঘটনা ঘটে তাহলে ক্ষতিপূরণ মিলবে কি ভাবে। তাছাড়া রেজিষ্ট্রেশন না করায় সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে।” বিরোধী কংগ্রেসের এই অভিযোগের জবাবে পুরসভার সহকারী প্রশাসক অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, ” আগে মানুষের পরিষেবা দিতে হবে। সময়মত অনলাইনে গাড়ির রেজিষ্ট্রেশন করিয়ে নেওয়া হবে।”