রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা বেনাচিতিতে

0
43

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল বেনাচিতি অঞ্চলে গুরুদোয়ারা রোডে একটি বাড়িতে। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। পরিবারের লোকেরা আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। দমকলের একটি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঠিকই। কিন্তু তার আগেই রান্নাঘর সহ অন্য ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আসবাবপত্র, জামাকাপড় সহ বিদ্যুতের তার সমস্ত পুড়ে যায়। বাড়ির বাসিন্দা অঞ্জু হাজরা বলেন, ‘এদিন সকালে গ্যাস সিলিন্ডার অন করে চা তৈরি করছিলাম। হঠাৎ দেখি সিলিন্ডারের মুখ থেকে আগুন বেরচ্ছে। আতঙ্কে পরিবারের সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসি। কিছুক্ষনের মধ্যেই রান্না ঘরে আগুন জ্বলতে থাকে। দমকলে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ঘরের অনেক জিনসপত্র আগুনে পুড়ে গেছে। রান্নার ঘরের কোনও জিনিস আস্ত নেই।’ আগুনের আতঙ্কে আসপাশের বাড়ির লোকেরা ঘর থেকে বেরিয়ে আসেন।

LEAVE A REPLY