সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ বড়দিনে হারিয়ে যাওয়া মোবাইল নিয়ে হাজির স্বয়ং সান্তা। নিজে মোবাইলগুলি তুলে দিলেন মালিকদের হাতে। বড়দিনে এমন ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বর থানায়। এ দিন পাণ্ডবেশ্বর থানায় “ফিরে পাওয়া”- কর্মসূচিতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫৭টি মোবাইল উদ্ধার করে সেগুলি মালিকদের ফেরত দিল পুলিশ। থানা চত্বরে “ফিরে পাওয়া”- কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসিপি,সিআই পিন্টু সাহা,থানার আধিকারিক রবীন্দ্রনাথ দলুই। অনুষ্ঠান মঞ্চে সান্তার পোশাকে হাজির ছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার। তিনিই ফিরে পাওয়া মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেন। থানার আধিকারিক রবীন্দ্রনাথ দলুই জানান, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় যে সকল মোবাইল হারিয়ে ছিল তার মধ্যে ৫৭টি মোবাইল উদ্ধার করে সেগুলি এদিন ফেরত দেওয়া হয়। অন্যদিকে বড়দিনে খান্দরা উদ্বর্তন বৃদ্ধাশ্রমে আবাসিকদের কেক খাওয়ালো পুলিশ। এদিন সকালে বৃদ্ধাশ্রমে কেক নিয়ে হাজির হন অন্ডাল থানার আধিকারিক শান্তনু অধিকারী ও উখড়া ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা। আবাসিকদের কেক উপহার দেওয়ার পাশাপাশি তাদের সাথে বেশ কিছু সময়ও কাটান তারা। এ দিন পাণ্ডবেশ্বর থানায় “ফিরে পাওয়া”- কর্মসূচিতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫৭টি মোবাইল উদ্ধার করে সেগুলি মালিকদের ফেরত দিল পুলিশ। থানা চত্বরে “ফিরে পাওয়া”- কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসিপি,সিআই পিন্টু সাহা,থানার আধিকারিক রবীন্দ্রনাথ দলুই। অনুষ্ঠান মঞ্চে সান্তার পোশাকে হাজির ছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার। তিনিই ফিরে পাওয়া মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেন। থানার আধিকারিক রবীন্দ্রনাথ দলুই জানান, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় যে সকল মোবাইল হারিয়ে ছিল তার মধ্যে ৫৭টি মোবাইল উদ্ধার করে সেগুলি এদিন ফেরত দেওয়া হয়। অন্যদিকে বড়দিনে খান্দরা উদ্বর্তন বৃদ্ধাশ্রমে আবাসিকদের কেক খাওয়ালো পুলিশ। এদিন সকালে বৃদ্ধাশ্রমে কেক নিয়ে হাজির হন অন্ডাল থানার আধিকারিক শান্তনু অধিকারী ও উখড়া ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা। আবাসিকদের কেক উপহার দেওয়ার পাশাপাশি তাদের সাথে বেশ কিছু সময়ও কাটান তারা।
Home পশ্চিম বর্দ্ধমান বড়দিনে হারিয়ে যাওয়া মোবাইল নিয়ে হাজির স্বয়ং সান্তা,ফেরৎ পেয়ে খুশি মালিকরা