নিজস্ব সংবাদদাতা,জামুরিয়াঃ বাড়ির লোকের কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় আত্মঘাতী একাদশ শ্রেণির এক কিশোরী।ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার এক নম্বর ওয়ার্ডের রাজপুর নন্ডি গ্রামের নামু পাড়ার।পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণির ছাত্রী পিয়াসা সাহা গত পরশু মোবাইল ফোনের জন্য বাড়ির লোকের কাছে আবদার করে কিন্তু তার বাড়ির লোক তাকে মোবাইল না দিলে অভিমানে আত্মঘাতী হয় পিয়াসা।পরিবার তরফে জানা যায় এর আগেও একাধিকবার মোবাইল নেবার বায়না করেছিলো সে। স্থানীয়সূত্রে জানা যায়, ওই ছাত্রী মামার বাড়িতে থাকত এবং এখান থেকেই লেখাপড়া করত। এরপর রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ছাত্রী টিউশন পড়ার পর বাড়ি ফিরে এসে নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে করে বলে জানা গেছে। ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া। সোমবার মৃতদেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে জামুরিয়া ইন্ডাস্ট্রিয়াল তালুকেও একই ঘটনা ঘটেছে। জামুরিয়ার ইকরা এলাকার বাসিন্দা ২৬ বছর বয়সী কাঞ্চন মুন্ডা পারিবারিক সমস্যার কারণে গতকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাত পর্যন্ত বাড়ির লোককে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাওয়া যায়নি। সোমবার বাড়ির পেছনে জঙ্গলে তার মৃতদেহ গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
Home পশ্চিম বর্দ্ধমান মোবাইল কিনে না দেওয়ায় আত্মঘাতী জামুরিয়ার একাদশ শ্রেণীর ছাত্রী,রহস্য মৃত্যু যুবকের