স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ছাগল বিতরণ

0
156

সংবাদদাতা, অন্ডালঃ  শুক্রবার অন্ডাল বিডিও অফিস চত্বরে ব্লকের দশটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দেওয়া হল ছাগল। ছাগলগুলি পালন করার জন্য দেওয়া হয় জামুরিয়া ব্লকের একটি স্বনির্ভর গোষ্ঠীর তরফ থেকে। এদিন প্রতিটি গোষ্ঠীকে দশটি করে ছাগল দেওয়া হয়। অন্ডাল ব্লকের প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের মাধ্যমে। গোষ্ঠীর কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন অন্ডালের ব্লকের বি এল ডি ও সুকান্ত রায়, পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মল বাউড়ি সহ অন্যরা। এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা ছাগল প্রতিপালন করে যাতে স্বনির্ভর হতে পারে সেই উদ্দেশ্যেই এগুলি দেওয়া হয় বলে জানান সুকান্ত বাবু। সাবিনা বিবি নামে একটি গোষ্ঠীর সদস্যা জানান ছাগল প্রতিপালন একটি লাভজনক ব্যবসা। প্রয়োজন সঠিকভাবে সেগুলি প্রতিপালন করা। গোষ্ঠীর মহিলারা এর থেকে নিশ্চয়ই লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

LEAVE A REPLY