সংবাদদাতা,লাউদোহাঃ গোগলা পঞ্চায়েতের মাধাইপুর মোড় থেকে হ্রদের ডাঙ্গা গ্রাম যাওয়ার রাস্তায় গ্রামে ঢোকার মুখে তৈরি হবে ‘স্বাগত তোরণ’। রবিবার সকালে নির্ধারিত জায়গাতে সেই তোরণ নির্মাণ কাজের শিলান্যাস করা হল। ভূমি পুজোর পর নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ। উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামল বাগদি সহ অন্যরা। তোরণটি তৈরী করতে খরচ হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা। ইসিএলের মাধাইপুর কোলিয়ারির সিএসআর প্রকল্প থেকে এটি তৈরি করা হচ্ছে। গৌতম ঘোষ জানান, স্থানীয় মানুষের দীর্ঘদিনের ইচ্ছা ছিল গ্রাম ঢোকার মুখে একটা তোরণ তৈরী করা হোক। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে তোরণ নির্মাণে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়ে ছিলেন গ্রামবাসীরা। বিধায়কের উদ্যোগ ও ইসিএলের আর্থিক সহযোগিতায় অবশেষে সেই তোরণ নির্মাণের কাজ শুরু হলো এদিন বলে জানান গৌতমবাবু।