নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ অবশেষে প্রত্যাশা পূরণ।বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর উপর সতীঘাট এলাকায় নির্মাণ হওয়া ব্রিজের উদ্বোধন হলো আজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই বীজের উদ্বোধন করেন। বাঁকুড়ার সতীঘাটে উদ্বোধনী,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের সভাধিপতি, সদর মহকুমা শাসক, বিধায়ক, বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান সহ অন্যান্যরা। বাঁকুড়ার সতীঘাটে গন্ধেশ্বরী নদীর উপর ২০১৮ সালে বাঁকুড়া শহর ও বাঁকুড়ার দু নম্বর ব্লকের কেশিয়াকোল গ্রাম সংযোগকারী কজওয়ে ভেঙে স্থায়ী কংক্লিট সেতু গড়ার অনুমোদন দেয় রাজ্য সরকার।বাঁকুড়ার দুর্গাপুর রাজ্য সড়কের উপর সতীঘাট সেতু জন্য ১৬ কোটি ৩১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সেতুটি প্রায় ১৫৫ মিটার দীর্ঘ এবং সাড়ে ১৫ মিটার চওড়া। সেতুর একপাশে ৫৫ মিটার ও অন্য পাশে ৪৫ মিটার সংযোগকারী রাস্তা গড়ার কাজও শেষ হয়েছে। প্রতি বছর কজওয়ে দিয়ে পারাপার করতে গিয়ে বন্যায় ঘটতো দুর্ঘটনা। একটি নড়বড়ে ফুট ওভারব্রিজ তৈরি করা হয়েছিল বাম আমলে । রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছিল সেটিও। ২০১৮ সালের তৎকালীন রাজ্য সরকার অনুমোদন দেয় পাকা সেতুর। একটি বেসরকারি সমস্থা কাজের বরাত দেওয়া হয়। কিন্তু মাঝখানে দু’বছর করোনা কাল ও সেতুর নিচে অংশে বিশালাকার পাথর লেগে যাওয়ায় বন্ধ হয়ে পড়ে নির্মাণ কাজ। অবশেষে আদালতের নির্দেশে ডিনামাইট দিয়ে পাথর ব্লাস্ট করে শুরু হয় সেতু নির্মাণের কাজ। আজ থেকে মানুষের জন্য খুলে দেওয়া হবে সতীঘাট সেতু। উপকৃত হবেন নদীর এপারের বাঁকুড়া শহরের বাসিন্দারা তেমনি নদীর আরেক পাড়ের থাকা কেশিয়াকোল, বিকনা, হেবীরমোড়, মিথিলা সহ বিস্তীর্ণ গ্রামীন এলাকার মানুষজন। ঘুরপথে ৬০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তো হতো এইসব এলাকার মানুষদের, তার থেকে নিস্তার মিলবে। এক প্রকার সেতু তৈরি হয়ে যাওয়ায় খুশি এলাকার মানুষজন।