সাথী প্রামানিক, পুরুলিয়া, ৭ নভেম্বর: “হিন্দু মুসলিম খ্রিস্টান বা কোনও জাতি নয়, আজ থেকে খাঁকি ঊর্দি।” এই ভাষাতেই পদস্থ জেলা আধিকারিকরা পরামর্শ দিলেন রাজ্য সশস্ত্র পুলিশের ১১ ব্যাটেলিয়নে যোগ দেওয়া জওয়ানদের। প্রশিক্ষণের পর ১০৪ জন জওয়ান রাজ্য সশস্ত্র পুলিশের ১১ ব্যাটেলিয়নে যোগ দিলেন। আজ শিক্ষানবিশদের ‘দীক্ষান্ত প্যারেড’ শেষ হতেই কাজে যোগ দিলেন। নিয়োগ হওয়া এক জন পুরুলিয়া জেলার। বাকি সবাই বাঁকুড়ার। ছড়রায় রাজ্য সশস্ত্র পুলিশের ১১ ব্যাটেলিয়নের মাঠে নবাগতদের ‘দীক্ষান্ত প্যারেড’ অনুষ্ঠিত হয়। মার্চপাস্ট করেন প্রশিক্ষিত জওয়ানরা। সেখানেই শপথ নেন তাঁরা। ওই অনুষ্ঠানে উপস্থিত জেলা পুলিশ সুপার এস সেলভামুরগন ওই জওয়ানদের উদ্দেশ্যে বলেন, নিজের কর্তব্যে অবিচল থাকতে। শরীর চর্চা নিজেকে সুস্থ ও সবল করবে। বিশেষ কোনও জাতি বা সম্প্রদায়ের নয়, দায়িত্ব পালন করতে হবে সবার জন্য। ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কৈলাশ পতি মাহাতো বলেন, “দেশকে ভালো বাসতে হবে। এটাই মাথায় রাখতে হবে।” এদিন ছয় মাসের প্রশিক্ষণ শেষ হয়ে কাজে নিয়োগ হন ১০৪ জন জওয়ান। এঁদের মধ্যে ১ জন স্নাতকোত্তর, ১৪ জন স্নাতক, ৮১ জন উচ্চ মাধ্যমিক ও ৬ জন মাধ্যমিক উত্তীর্ণ।